না’গঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় আরও দুজনের মৃত্যু : মৃত্যুর সংখা ৩১

0

প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় শেখ ফরিদ(২১) ও মো. নজরুল ইসলাম নামে আরও দুজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩১ জনে। নিহতের তালিকায় মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও শিশুর নামও রয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে শেখ ফরিদ ও নজরুল ইসলাম শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত দুজন হলেন, কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চড়ালদী গ্রামের ইমদাদুল হকের ছেলে শেখ ফরিদ ও পটুয়াখালী জেলার আব্দুর রাজ্জাকের ছেলে পাটকল শ্রমিক মো. নজরুল ইসলাম। শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাক্তার পার্থ শঙ্কর পাল এ তথ্য জানিয়েছেন।

নিহতরা হলেন- সাব্বির (২২), দেলোয়ার হোসেন (৪৫), জুয়েল (৭), জামাল (৪০), রাসেল (৩০), জুবায়ের (১৪), রিফাত (১৮), হুমায়ুন কবির (৪৩), কাঞ্চন (৩৭), নয়ন (২৭), হুমায়ুন কবির (৭০), মোস্তফা কামাল (৩৫), ইব্রাহিম (৪৩), রিফাত (১৮), জুনায়েদ (১৭), কুদ্দুস বেপারি (৭২), রাসেল (৩৪), বাহাউদ্দিন (৬২), মালেক (৬০), মিজান (৪০), নাদিম আহমেদ (৪০), শামীম হাসান (৪৫), জুলহাস, মো. আলী মাস্টার (৫৫), আবুল বাসার মোল্লা (৫১), মনির ফরাজী (৩০), ইমরান (৩০), হান্নান সাউদ (৫০) ও আব্দুস ছাত্তার (৪০)।

বর্তমানে বার্ন ইনস্টিটিউটে ৫ জন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ছেন। তাদের সবার অবস্থা সংকটাপন্ন। প্রত্যেকেরই শ্বাসনালী, মুখমণ্ডলসহ শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। আহতদের মধ্যে মামুন নামে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এর আগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টায় নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর দগ্ধ ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

এদিকে মসজিদে বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিস, তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন পৃথক পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here