ফুলবাড়ীতে জমাজমি বিরোধে প্রতিপক্ষের হামলায় চারজন আহত 

0
ফুলবাড়ীতে জমাজমি বিরোধে প্রতিপক্ষের হামলায় চারজন আহত 

প্রেসনিউজ২৪ডটকমঃ দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রাজারামপুর দক্ষিণ পাড়া গ্রামে জমিজমার বিরোধকে কেন্দ্র করে শাহিনুর ইসলামের পরিবারের উপর  প্রতিপক্ষ মোঃ আলমগীর গংদের হামলায় চারজন আহত হয়েছে। ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির রাজারামপুর দক্ষিণ পাড়া গ্রামের মোঃ মজিবর রহমান এর পুত্র মোঃ শাহিনুর ইসলাম (৩২) এর ফুলবাড়ী থানায় গত ০৪/০১/২০২৬ইং তারিখে দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ শাহিনুর ইসলাম এর পিতার পয়ত্রিক সূত্রে জমি প্রাপ্ত হয়ে দীর্ঘদিন যাবৎ উক্ত জমি ভোগদখল করে আসছে।

ঐ জমিতে বর্তমান ভূট্টা চাষ করেছেন। একই গ্রামের আলমগীর (৩৩) পিতা: ইয়াছিন বাবু, মোঃ নবি (২৫) পিতা: রব্বানী, মোঃ আনোয়ার (৪৫) পিতা: ইয়াছিন বাবু, মোঃ আবেদ (৩৩) পিতা: কুদ্দুস, মোঃ মোস্তাকিম (৩০) পিতা: মোঃ বাচ্চু, মোঃ সুজন (৩২) পিতা: সিদ্দিক ও মোঃ রব্বানী (৬০) পিতা: মৃত আফজাল গংরা দলবদ্ধ হয়ে উক্ত জমি তাদের বলে দাবী করে গত ০৪/০১/২০২৬ইং তারিখে জোর পূর্বক দখলের চেষ্ঠা করে।

এই ঘটনায় বাদী শাহিনুর ইসলাম ও তার পরিবার বাঁধা দিতে গেলে অকথ্য ভাষায় গালিগালাজ ও দেশীয়অস্ত্র সস্ত্র নিয়ে শাহিনুর ইসলাম এর পিতার উপর অর্তকীত হামলা করে তাকে বেধম মারপিট করে। এই হামলার ঘটনায় ৪ জন আহত হয়ে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসার জন্য ভর্তি হন। আহতরা হলেন, শাহিনুর ইসলাম এর পিতা মজিবর রহমন, স্ত্রী খুশি বেগম, চাচি মোছাঃ মহসিনা বেগম ও চাচা মোঃ মিলন হোসেন। প্রতিপক্ষের মারপিটের ভয়ে গ্রামবাসীরা  শাহিনুর রহমান এর পরিবারকে একটি বাড়ীতে নিরাপদে রাখে। এ সময় তারা বাঁচার ৯৯৯ এ ফোন করলে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনা স্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করেন।

উল্লেখ্য যে, প্রতিপক্ষ আলমগীর গংরা গত ০৫/০১/২০২৬ইং তারিখে জমি থেকে শাহিনুর এর ট্রাক্টার ছিন্তাই করে নিয়ে যায়। ট্রাক্টার এর বিষয়ে মোঃ শাহিনুর রহমান অভিযোগ করতে গেলে ফুলবাড়ী থানার পুলিশ তার অভিযোগ গ্রহন করেননি এবং এখন পর্যন্ত তার ট্রাক্টারটি উদ্ধার হয়নি। এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল লতিফ এর সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান, অভিযোগ পেয়েছি। দু-পক্ষকে থানায় ডেকে বিষয়টি মিমাংশা করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here