ঝিনাইদহে নিখোঁজ কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

0
ঝিনাইদহে নিখোঁজ কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রেসনিউজ২৪ডটকমঃ ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সাইদুর রহমান (৫২) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (৪ জানুয়ারি) সকা‌লে তা‌হেরহুদা গ্রা‌মের মা‌ঠে পানের বরজের পাশে এক‌টি জামগাছের সঙ্গে দ‌ড়ি‌তে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

কৃষক সাইদুর তা‌হেরহুদা গ্রা‌মের মৃত সাবান আলী জোয়ার্দ্দারের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২ জানুয়ারি) বোনের বাড়িতে বেড়াতে যান সাইদুর। শনিবার (৩ জানুয়ারি) বিকেলে সেখান থেকে বাড়ির উদ্দেশে রওনা দিলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তা‌কে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

খোঁজাখুঁজির একপর্যায়ে রোববার সকা‌লে তা‌হেরহুদা গ্রা‌মের মা‌ঠে সাইদু‌রের নি‌জের পানের বরজের পাশে ক্যানেলের কাছে এক‌টি জামগাছের সঙ্গে দ‌ড়ি‌তে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পাওয়া যায়। খবর পেয়ে হরিণাকুণ্ডু থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ‌ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here