প্রেসনিউজ২৪ডটকমঃ জাহাঙ্গীর হোসেনঃ দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় সদর উপজেলায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে ২শ’ কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকালে সদর উপজেলা কার্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম, ফয়েজ উদ্দীন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফতুল্লা রাজস্ব সার্কেলের মো. আসাদুজ্জামান নূর,সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মন্ডল ও সদর উপজেলা প্রকৌশী ইয়াসির আরাফাতসহ সদর উপজেলার অন্যান্য কর্মকর্তাগণ।





