গাজীপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, স্বামীর বিরুদ্ধে অভিযোগ

0
গাজীপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা  স্বামীর বিরুদ্ধে অভিযোগ

প্রেসনিউজ২৪ডটকমঃ জেলা সংবাদদাতা: গাজীপুরে পারিবারিক কলহের জেরে মান্তুরা আক্তার সুমা (২৮) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।  বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে গাজীপুরের বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকায় রমিজ আলী ভিলার তৃতীয় তলায় এ হত্যাকাণ্ড ঘটে। বাসন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে ঘটনাটি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

 নিহত সুমা ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার পূর্ব নড়াইল এলাকার মিরাজুল ইসলামের মেয়ে। তিনি চান্দনা চৌরাস্তা এলাকায় ‘ইউরো’ নামে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। অভিযুক্ত স্বামী জালাল উদ্দিন দুলু (৩০) রংপুর জেলার বাসিন্দা। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মান্তুরা আক্তার তার স্বামী জালালের সঙ্গে ওই ভাড়া বাসায় বসবাস করতেন।

গত বৃহস্পতিবার রাত ১০টায় কারখানা থেকে ডিউটি শেষ করে বাসায় ফিরে রান্নাবান্না করেন সুমা। ওইদিন রাত আনুমানিক ১২টার দিকে তার স্বামী জালাল উদ্দিন দুলু বাসায় ফেরেন। রাতের কোনো এক সময় তাদের মধ্যে কলহ হয়। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে জালাল উদ্দিন তার শ্বশুরকে মোবাইল ফোনে কল করে জানান যে, তিনি তার স্ত্রীকে হত্যা করেছেন এবং লাশ নিয়ে যেতে বলেন।

খবর পেয়ে নিহতের বাবা দ্রুত ঘটনাস্থলে গিয়ে কক্ষটি তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেন। খবর পেয়ে বাসন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে কক্ষের ভেতর থেকে মরদেহ উদ্ধার করে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ জানান, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here