শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে সাতক্ষীরায় দোয়া-মোনাজাত ও অবস্থান কর্মসূচি

0
শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে সাতক্ষীরায় দোয়া-মোনাজাত ও অবস্থান কর্মসূচি

প্রেসনিউজ২৪ডটকমঃ মোঃ হাফিজুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি : শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে এবং তাঁর রুহের মাগফেরাত কামনায় সাতক্ষীরায় দোয়া-মোনাজাত ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।শুক্রবার (২৬ ডিসেম্বর) বাদ জুমা সাতক্ষীরা খুলনা রোড মোড়ের শহীদ আসিফ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।আজাদী মঞ্চ, সাতক্ষীরার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সাধারণ ছাত্র-জনতা, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরাফাত হোসাইন, আন্দোলনের অন্যতম সংগঠক সুহাইল মাহদীন (সাদী), আপ বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক মোঃ আক্তারুল ইসলাম আক্তার, রাজ্জাক, ইব্রাহিম প্রমুখ।কর্মসূচিতে বক্তারা শহীদ ওসমান হাদীর হত্যাকাণ্ডের নৃশংসতা এবং দীর্ঘ সময় ধরে বিচার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন।

তারা দ্রুত প্রকৃত হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরাফাত হোসাইন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। শেষ পর্যায়ে অংশগ্রহণকারীদের মাঝে মুড়ি ও বাতাসা বিতরণ করা হয়।

কর্মসূচি শেষ হয় শান্তিপূর্ণভাবে, তবে আয়োজকরা জানিয়ে দেন, শহীদ ওসমান হাদীর হত্যার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তারা সক্রিয় থাকবে এবং প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলনের মাধ্যমে দাবি বাস্তবায়নের পথে অটল থাকবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here