ফুলবাড়ীতে শান্তিপূর্ণভাবে খ্রিস্ট ধর্ম অবলম্বীদের বড়দিন উদযাপন 

0
ফুলবাড়ীতে শান্তিপূর্ণভাবে খ্রিস্ট ধর্ম অবলম্বীদের বড়দিন উদযাপন 

প্রেসনিউজ২৪ডটকমঃ ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি  আজ খ্রিস্ট ধর্মাবলম্বীদের বড়দিন। নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বিভিন্ন জায়গায় আনন্দ উদ্দীপনার সাথে বড়দিন পালিত হচ্ছে। খ্রিষ্ট ধর্ম অবলম্বীদের ধর্মীয় নেতারা জানান যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে আজকের এই দিন পালিত হয়। যা খ্রিস্টানদের কাছে একটি পবিত্র উৎসব,যা শান্তি, ভালোবাসা এবং মানবকল্যাণকে স্মরণ করিয়ে দেয়।

২৫ ডিসেম্বর এই তারিখটি যিশুর জন্মের স্মরণে পালিত হলেও, এটি এখন একটি বিশ্বব্যাপী সাংস্কৃতিক উৎসব যেখানে পরিবার ও বন্ধুরা  মিলন মেলায় একত্রিত হয়।বড়দিন উদযাপনে উপজেলার মোট ৬৩ টি গির্জায় ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান বড়দিন উপলক্ষে সরকারের বরাদ্দকৃত চাল সুষ্ঠুভাবে বন্টন করা হয়েছে।

ধর্মীয় নেতারা জানান বড়দিন উপলক্ষে বিভিন্ন গিরজাতে ধর্মীয় অনুভূতি তুলে ধরে বাইবেল পাঠ করা হয়, এবং বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়,পাশাপাশি একে অপরের মাঝে বন্ধন ধরে রাখতে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়াও বিভিন্ন জায়গায় খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বড়দিন উপলক্ষে বিভিন্ন গির্জা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান তিনি জানান শান্তিপূর্ণভাবে খ্রিস্ট ধর্ম অবলম্বীদের বড়দিন উদযাপিত হয়েছে,ফুলবাড়ীর কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি আনন্দ উদ্দীপনার সাথে তারা নিজের ধর্মীয় উৎসব সুন্দরভাবে পালন করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here