প্রেসনিউজ২৪ডটকমঃ এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : ২৫ ডিসেম্বর ২০২৫ খ্রি. (বৃহস্পতিবার) খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব “বড়দিন” উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির সহ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন গীর্জা পরিদর্শন করেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী ।
এসময় খ্রিস্টান ধর্মাবলম্বী বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সাথে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির ও পুলিশ সুপার বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “ধর্মীয় চর্চা যত সুন্দরভাবে হবে, সমাজে শান্তিও তত বেশি প্রতিষ্ঠিত হবে। ধর্ম আমাদের জ্ঞান, শিক্ষা ও সম্প্রীতির শিক্ষা দেয়। আমরা চাই সকল ধর্ম-বর্ণের মানুষ ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলুক।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, “সারা বিশ্বের খ্রিস্টধর্মাবলম্বীরা ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন হিসেবে “ক্রিসমাস ডে”র উৎসব উদযাপন করে থাকেন। নারায়ণগঞ্জ জেলার খ্রিস্টান সম্প্রদায়ের সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন তাসমিন আক্তার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং মোঃ ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি (অতিরিক্ত দায়িত্ব প্রসিকিউশন)।





