স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে ছয়টি পুলিশ ভ্যান হস্তান্তর করলো বিকেএমইএ

0
স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে ছয়টি পুলিশ ভ্যান হস্তান্তর করলো বিকেএমইএ

প্রেসনিউজ২৪ডটকমঃ এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে ছয়টি পুলিশ ভ্যান হস্তান্তর করেছেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম।নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও শিল্প পুলিশ-৪ এর কার্যক্রম পরিচালনার সুবিধার্থে বিকেএমইএ’র পক্ষ থেকে পুলিশভ্যানগুলো হস্তান্তর করা হয়। এ উপলক্ষ্যে বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫ নারায়ণগঞ্জস্থ বিকেএমইএ’র প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শিল্প পুলিশ প্রধান (অতিরিক্ত আইজিপি) গাজী জসিম উদ্দিন, ডিআইজি, ঢাকা রেঞ্জ রেজাউল করিম মল্লিক,নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: রায়হান কবির, শিল্প পুলিশ-০৪ প্রধান, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান এবং পুলিশ সুপার, নারায়ণগঞ্জ মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীসহ সরকারের বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বিকেএমইএ’র বোর্ড সদস্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, সিনিয়র সহ-সভাপতি অমল পোদ্দার, সহ-সভাপতি (অর্থ) মোরশেদ সারোয়ার সোহেল, সহ-সভাপতি মো. শামসুজ্জামান, আশিকুর রহমান, ফকির কামরুজ্জামান নাহিদ, মোহাম্মদ রাশেদ, মো. জামাল উদ্দিন মিয়া, মো. আব্দুল হান্নান, খন্দকার সাইফুল ইসলাম, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, সালাহ উদ্দিন আহমেদ, মো. শাহরিয়ার সাঈদ, মোহাম্মদ নজরুল ইসলাম, মো. মোহসিন রাব্বানি, মো. মনিরুজ্জামানসহ বিকেএমইএ’র সদস্যবৃন্দ ও নারায়ণগঞ্জের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বিকেএমইএ’র এ ধরনের (০৬ গাড়ি প্রদানের) একটি মহতি উদ্যোগের ফলে নারায়ণগঞ্জ অঞ্চলের আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহায়ক ভূমিকা রাখবে। এছাড়াও শিল্প কারখানায় শ্রম অসন্তোষসহ যেকোন পরিস্থিতি মোকাবেলায় শিল্প পুলিশের তড়িৎ পদক্ষেপ গ্রহন করতে বেগ পেতে হবে না। এজন্য তিনি বিকেএমইএ’র সভাপতি সহ বর্তমান পর্ষদকে সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা সহকারে ধন্যবাদ জ্ঞাপন করেন।

ভবিষ্যতে বিকেএমইএ’র এধরনের সহায়তার ধারা অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা করেন। বিকেএমই ‘র পক্ষ থেকে হস্তান্তরকৃত পুলিশ ভ্যানগুলো নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও শিল্প পুলিশের কার্যক্রমকে তরান্বিত করবে বলে আশা প্রকাশ করেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম। তিনি বলেন, দেশের সবচেয়ে বেশি নীটওয়্যার রপ্তানি হয় নারায়ণগঞ্জ থেকে। তাই এই এলাকার নিরাপত্তা ও আইন শৃঙ্খলা নিশ্চিত করা অত্যন্ত জরুরী।

এ কাজে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করতে পেরে বিকেএমইএ আনন্দিত। একটি নিরাপদ ও বাণিজ্যবান্ধব সমাজ প্রতিষ্ঠায় এ ধরনের পারস্পারিক সহযোগিতায় সকলের অংশগ্রহণ প্রয়োজন বলে তিনি মনে করেন। এছাড়াও তিনি বিগত ০৫ আগেস্টের পর থেকে নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলের আইনশৃংখলা পরিস্থিতি সাভাবিক রাখতে এ অঞ্চলের জেলা প্রশাসক, পুলিশ সুপার, শিল্প পুলিশ ও সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশংসা করেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here