প্রেসনিউজ২৪ডটকমঃ এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ ; অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচন কে করবে আর কে করবে না এটা একান্তই তার নিজের বিষয়। নির্বাচন একটি বড় শব্দ হলেও আজকের দিনে এখানে সবাই নিরাপদে উপস্থিত হয়েছেন। বুধবার বিকেলে নারায়ণগঞ্জে বিকেএমইএ প্রধান কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও শিল্প পুলিশ-৪ ইউনিটে ৬টি গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
নিরাপত্তার কারণ দেখিয়ে নারায়ণগঞ্জের এক প্রার্থী নির্বাচন থেকে সড়ে যাওয়ার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন।এসময় ভারতীয় দূতাবাস বন্ধ হওয়া প্রসঙ্গে করা অপর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই তথ্যটি আমি আপনাদের কাছ থেকেই শুনলাম। সাধারণত কূটনৈতিক ক্ষেত্রে এক পক্ষ তলব করলে অন্য পক্ষও করে এটাই নিয়ম।স্বরাষ্ট্র উপদেষ্টা তার বক্তব্য বলেন, বিকেএমইএ এর সহযোগিতা আইন শৃঙ্খলা রক্ষায় কার্যকলাপকে আরো গতিশীল কার্যকর করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
বাংলাদেশের তৈরি পোশাক শিল্প আমাদের জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি, উন্নয়নের জন্য নিরাপদ শিল্পাঞ্চল এবং প্রশাসনের সঙ্গে শিল্প মালিকদের পরস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরী। সেই সহযোগিতার একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে আজকের এই উদ্যোগের মাধ্যমে, বিশ্বাস করি রাষ্ট্র ও বেসরকারের খাতে এই ধরনের অংশীদারিত্ব দেশকে আরো এগিয়ে নিতে সহায়ক হবে।
এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা সন্ত্রাসীদের গুলিতে আহত ওসমান হাদীর সুস্থতায় দোয়া চান উপস্থিত সবার কাছে। তিনি বলেন ওসমান হাদি জুলাই অভ্যুত্থানের একজন সাহসী যোদ্ধা এবং দেশের জন্য তাঁর বড় অবদান রয়েছে। আমি সবাইকে অনুরোধ করবো, আপনারা খাস দিলে তাঁর জন্য দোয়া করবেন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।
বিকেএমইএর সভাপতি মো: হাতেমের সভাতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) মোঃ খোদা বখস চৌধুরী, অতিরিক্ত আইজিপি শিল্প পুলিশ প্রধান গাজী জসিম উদ্দিন, ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক, শিল্প পুলিশ-৪ প্রধান (অতিরিক্ত ডিআইজি),মোহাঃ আসাদুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী সহ বিকেএম এর অন্যান্য নেতৃবৃন্দ।





