প্রেসনিউজ২৪ডটকম : নিজস্ব প্রতিনিধি ॥ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী শরীফ ওসমান হাদীকে গুলি করে হত্যার চেষ্টার প্রতিবাদে বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল,প্রতিবাদ সভা ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে জুলাই ঐক্যের ছাত্র জনতা। প্রায় ঘন্টাব্যাপী সড়ক অবরোধের পর পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন তারা।
জুলাই ঐক্যের ব্যানারে শনিবার বেলা তিনটার দিকে এন এম হাইস্কুল মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে বাসস্ট্যান্ড বটতলা মোড়ে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে প্রতিবাদ সভা ও বিক্ষোভ করেন তারা। রাস্তা অবরোধের ফলে জামালপুর-রৌমারী ও শেরপুর-বকশীগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বটতলা মোড়ের চারপাশেই তীব্র যানজটের সৃষ্টি হয়। শতশত গাড়ি আটকা পরে রাস্তার চারপাশে। খবর পেয়ে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধরা।
এতে স্বাভাবিক হয় যান চলাচল। আসামীদের গ্রেপ্তারের দাবিতে অন্যান্যের মধ্যে শাহরিয়ার সুমন,সাদ আহমেদ রাজু,সাহিদুল ইসলাম সানী, বায়োজিদ আল আমিন,তানজিল টুটুল,লাদেন আকন্দ,খন্দকার কাজল,মমিনুল হক মমিন, শরীফ, রিয়াদুল হক প্রমূখ বক্তব্য রাখেন। গণঅধিকার পরিষদ বকশীগঞ্জ উপজেলা শাখার আহবায়ক শাহরিয়ার আহমেদ সুমন বলেন, ওসমান হাদীর উপর হামলা মানে দেশের উপর হামলা,জুলাই যোদ্ধাদের উপর হামলা। তাই অনতিবিলম্বে অপরাধীদের গ্রেফতার করতে হবে।
সেই সাথে বকশীগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পদধারী অনেক নেতাই বাইরে ঘুরাফেরা করছে। তাদেরকেও গ্রেপ্তার করতে হবে। অন্যথায় রাস্তায় নামবে জুলাই ঐক্যের ছাত্র জনতা। বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মকবুল হোসেন বলেন,খবর পেয়েই ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের সাথে কথা বলি। পরে তারা অবরোধ প্রত্যাহার করে নেন। সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়। পুলিশ তৎপর রয়েছে জানিয়ে তিনি আরো বলেন,নিরপরাধ কেউ হয়রানি হবে না এবং অপরাধী যেই হোক ছাড় দেয়া হবে না।





