দিনাজপুরে বিজিবির প্রেস ব্রিফিং অনুষ্ঠিত 

0
দিনাজপুরে বিজিবির প্রেস ব্রিফিং অনুষ্ঠিত 

প্রেসনিউজ২৪ডটকমঃ রংপুর রিজিয়নের সীমান্ত এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে প্রায় ৫ কোটা টাকার অধিক মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার দুপুর দুইটায় দিনাজপুর সেক্টরের সদর দপ্তরের অডিটরিয়াম হলে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) আয়োজিত প্রেস ব্রিফিংয়ে দিনাজপুর সেক্টর কমান্ডার ক‌র্ণেল মোহাম্মদ ফয়সাল হানান খান এ তথ্য জানান।

এসময় ফুলবাড়ী ২৯ ব্যটলিয়নের অ‌ধিনায়ক লে, ক‌র্ণেল এ এম জা‌বের বিন জব্বার জিটু অপারেশন অফিসার মেজর তানিম হাসান খান উপস্থিত ছিলেন। সেক্টর কমান্ডার জানায়, বিভিন্ন স্থানে  অভিযান চালিয়ে বিদেশি মত এক হাজার বোতল, ৩৪ ৭০ পিস ইয়াবা, ২২৮ কেজি গাঁজা, ৯৬৬ বেতল ফেন্সিডিল ও বিপুল পরিমাণ নেশাজাতীয় ওষুধ ও ইনজেকশন উদ্ধার করা হয় এবং  ৪৮জন আসামীকে আটক করা হয়েছে।

এ সময় বিভিন্ন প্রিন ও  ইলেকট্রিক মিডিয়ারসাংবাদিক  বৃন্দ উপস্থিত ছিলেন।এ সময় তিনি  সাংবাদিকদের বিভিন্ন  প্রশ্নের উত্তর দেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here