প্রেসনিউজ২৪ডটকমঃ ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: ঈদগাহের জমি দখল, চাঁদাবাজীসহ নানা অপপ্রচার ও মব সৃষ্টি করে হামলার প্রতিবাদ জানিয়ে অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিতে দিনাজপুরের ফুলবাড়ীতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী যুবদল নেতা শিবলী সাদিকের পরিবার ও শুভাকঙ্খিরা।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় পৌর শহরের নিমতলা মোড়ে দিনাজপুর- গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে দাড়িয়ে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন শতাধিক নারী-পুরুষ।এতে বক্তব্য রাখেন, অপপ্রচার ও মবের শিকার ভুক্তভুগি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম। শিবলী সাদিক বলেন, সম্প্রতি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রাজারামপুর ডাঙ্গাপাড়া গ্রামে আমাদের পারিবারিকভাবে ক্রয়কৃত একটি জমি ভরাট করতে গেলে, পার্শ্ববর্তী জমির মালিক আব্দুল্লাহ আল মামুন, রোকনুজ্জামান রনিসহ তাদের লোকজন আমাদের কাছে চার শতক জমি লিখে চান।
লিখে না দেওয়ায় তারা ঈদগাহের জমি কেটে বিক্রি করার অপপ্রচার চালিয়ে মব সৃষ্টি করে। এসময় গ্রামবাসীকে ধর্মীয় অনুভুতিকে পুজি করে আমার বিরুদ্ধে উস্কে দেয়। ফলে গ্রামবাসী আমাদের ওপর হামলা করে উল্টো মহাসড়ক অবরোধ করে। পরে আমার ম্যানেজারের কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলায় আমার ম্যানেজারকে আটক করতে বাধ্য হয়। ওই মামুন ও রনি আমার ভেকুর ব্যাটারী খুলে নিয়ে থানা পুলিশের হাতে তুলে দেয়।
তিনি আরও বলেন, তারা মূলত একটি ব্যক্তিগত ইস্যুকে ব্যবহার করে আমার ব্যবসায়িক ও রাজনৈতিক সফলতাকে ক্ষতিগ্রস্ত করতে চেষ্টা চালাচ্ছে। উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও সাংবাদিক বৃন্দ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে যদি আমাকে দোষী মনে করেন তাহলে আমি নিজেই আইনের কাছে ধরা দেব। তারা আমার বিরুদ্ধে অপপ্রচার করতে গিয়ে প্রকৃত পক্ষে দলের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে। আমি এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই ধরনের অপরধীদের দ্রুত গ্রেফতার করা না হলে জনগণ আইন হাতে তুলে নিতে বাধ্য হবে।
তিনি আরও বলেন, “আমি ও আমার ভাই ২৫ শতক জায়গা ন্যায্য মূল্যে ক্রয় করেছি। এই জায়গাটি রনি ক্রয়ের চেষ্টা করেছিল; কিন্তু কম দাম প্রস্তাব করায় বিক্রেতা তাকে দেয়নি। এর আগেও অনেকেই জায়গাটি কিনতে চাইলেও রনি তাদের বিভিন্নভাবে বাধা দিয়েছে। আমি জায়গাটি ক্রয়ের পর থেকেই রনি আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত।”তিনি অভিযোগ করেন, রনি প্রকৃত তথ্য গোপন করে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করিয়েছে, যা তার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।





