প্রেসনিউজ২৪ডটকমঃ ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে শিবনগর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর হাজির মোড়ে অবস্থিত মা আমিনা বালিকা কওমি মাদ্রাসার উদ্যোগে বিশাল তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সন্ধ্যায় শুরুর পূর্বে এস্টেজ প্যান্ডেল পরিদর্শন করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার মোঃ ইসহাক আলী, সহকারী কমিশনার ভূমি ছামিউল ইসলাম,থানার অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মুহিব্বুল। মাহফিলে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আল আমিন বিন আমজাদের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে তাফসীর পেশ করেন হযরত মাওলানা গোলাম রাব্বানী যুক্তিবাদী।
এতে সভাপতিত্ব করেন আলহাজ্ব প্রফেসর ডক্টর মোঃ নওশের ওয়ান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার শেখ সাদেক আলী সাদেক। উক্ত মাহফিলে হাজারো মুসল্লী অংশগ্রহণ করেন। মাহফিলের শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া মোনাজাত করা হয়।





