নেসকোর অনিয়ম, দুর্নীতি ও প্রিপেইড মিটার স্থাপনের বিরুদ্ধে ফুলবাড়ীতে সংবাদ সম্মেলন

0
নেসকোর অনিয়ম, দুর্নীতি ও প্রিপেইড মিটার স্থাপনের বিরুদ্ধে ফুলবাড়ীতে সংবাদ সম্মেলন

প্রেসনিউজ২৪ডটকমঃ ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে জোরপূর্বক প্রি-পেইড মিটার লাগানো ও ভোক্তা হয়রানির অভিযোগ তুলে প্রি-পেইড (স্মার্ট) বিদ্যুৎ মিটার সংযোগ বন্ধ ও বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২০ নভেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) সকাল ১১টায় ফুলবাড়ী সম্মিলিত নাগরিক সমাজের উদ্যোগে স্থানীয় কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে ফুলবাড়ি নাগরিক সমাজের আহবায়ক মোঃ হামিদুল হক লিখিত অভিযোগগুলো পড়েন। তিনি বলেন, সেবা প্রদানের নামে ফুলবাড়ীতে নেসকোর গ্রাহক হয়রানি বন্ধ করতে হবে। গ্রাহককে না জানিয়ে রাতের আঁধারে পুরাতন মিটার খুলে প্রিপেইড মিটার স্থাপনের ক্ষেত্রে ব্যাপক ক্ষোভের কথা উল্লেখ করে বক্তারা বলেন, নেসকোর দূর্বল সেবা, সেবার নামে ঘুষ, দুর্নীতি ও বিদ্যুৎ চুরির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

সংবাদ সম্মেলনে ৮টি সুনির্দিষ্ট দাবী উত্থাপন করা হয়। বক্তারা বলেন, সরকারের নির্দেশনা ছাড়া সাধারণ মানুষের ওপর এই ব্যয়বহুল ও অকার্যকর মিটার চাপিয়ে দেওয়া অন্যায়। অবিলম্বে প্রি-পেইড মিটার সংযোগ বন্ধ ও পূর্বের পোস্টপেইড মিটার চালু করার দাবি জানান তারা। বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে তারা বৃহত্তর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবেন।

সংবাদ সম্মেলনে কমিটির সদস্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মোঃ বদরুজ্জামান বাঁদল, মোঃ আরমান হোসেন রোমান, মোহাম্মদ নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, মমিনুল ইসলাম, সাবেক কাউন্সিলর আব্দুল জব্বার মাসুদ, ফারুক আহমেদ শাহিন আলম, মাহমুদ হাসান, হিমেল মন্ডল, সনজিৎ প্রসাদ জিতু, সাখাওয়াত হোসেন সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ,সাধারণ ভুক্তভোগী মানুষ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here