না’গঞ্জ জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
না’গঞ্জ জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রেসনিউজ২৪ডটকম: এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : নারজেলায় নবাগত জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এর সাথে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার (১৯ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির বলেন, সমাজ ও দেশ গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি একটি দায়িত্ববোধের কাজ এবং রাষ্ট্রের দর্পণ বলা হয় ।জনকল্যাণে সাংবাদিক এবং প্রশাসনের কর্মকর্তারা একসাথে কাজ করছে। সাংবাদিক এবং প্রশাসন একে অন্যের পরিপুরক।

এসময় তিনি আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন। সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে নবাগত জেলা প্রশাসক বলেন, প্রশাসন ও সাংবাদিকতা একে অপরের সহযোগী। তিনি জেলার উন্নয়ন ও সমস্যা সমাধানে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হোসাইন এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক নাঈমা ইসলাম, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি’সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here