মহেশপুর সীমান্তে ১৮ বাংলাদেশী আটক

0
মহেশপুর সীমান্তে ১৮ বাংলাদেশী আটক

প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে গমনকালে নারী-পুরুষ ও শিশুসহ ১৮ জনকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা। আটককৃতরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। সোমবার সকালে মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা,খোসালপুর ও বেনিপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেকে আটক করা হয়েছে।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতেএ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল (সোমবার) থেকে ১৭ নভেম্বন সকাল পর্যন্ত বাঘাডাঙ্গা বিজিবি ক্যাম্পের সদস্যরা বাঘাডাঙ্গা গ্রামের রুহুল আমীনের ভুট্টার ক্ষেত থেকে ৭ জন পুরুষবাংলাদেশি নাগরিককে আটক করে বিজিবি। আটকরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করে। তাদের বাড়ি কক্সবাজার জেলায়।

এছাড়া সোমবার সকালের দিকে খোশালপুর বিজিবি ক্যামোর সদস্যরা পৃথক অভিযান চালিয়ে  জিনজিরাপাড়া গ্রামের মাঠের মধ্যে হতে ৭ জনকে আটক করা হয়। এদের মধ্যে ২জন পুরুষ ২জন নারী ও ৩ জন শিশু রয়েছে। খোসালপুর বিজিবির অপর এক অভিযানে আরও ২জন বাংলাদেশি নাগরিক আটক করা হয় । এছাড়াও বেনিপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকা থেকে ১জন পুরষ ও ১জন নারীকে আটক করে। আটক কৃত নারীদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে।

আটক কৃত পুরুষদের মহেশপুর থানায় সোপর্দ করেছে বিজিবি। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আটকদের বিরুদ্ধে আইনাগত  ব্যবস্থা নেওয়া হবে। মামলা দায়েরের মাধ্যমে তাদের আদালতে সোপর্দ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here