গ্রীন এন্ড ক্লিন কর্মসূচির আওতায় না’গঞ্জ সরকারি ভিক্টোরিয়া হাসপাতালে ক্লিনিং ডে উদ্বোধন

0
গ্রীন এন্ড ক্লিন কর্মসূচির আওতায় না’গঞ্জ সরকারি ভিক্টোরিয়া হাসপাতালে ক্লিনিং ডে উদ্বোধন

প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব সংবাদদাতা: গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জ শহরের ভিক্টোরিয়া হাসপাতালে সাপ্তাহিক ক্লিনিং ডে উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ক্লিনিং ডে উদ্বোধন করেন। এর মাধ্যমে নারায়ণগঞ্জের প্রত্যেকটি উপজেলা হাসপাতালে সপ্তাহে একদিন ক্লিনিং ডে উদযাপন করা হবে।

ক্রমান্বয়ে জেলার প্রত্যেকটি সরকারি হাসপাতালেও এই ক্লিনিং ডে পালন করা হবে। মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমরা সরকারি হাসপাতালকে মানুষের আস্থার জায়গায় নিয়ে আসার চেষ্টা করছি। আমাদের সকলের অসহায় মুহুর্তের একমাত্র ঠিকানা হচ্ছে সরকারি হাসপাতাল। এই ঠিকানা যদি আমরা সুন্দর রাখতে পারি, আস্থার জায়গায় নিয়ে আসতে পারি, সেজন্য আমরা সকলকে নিয়ে কাজ করে যাচ্ছি। বর্তমানে সরকারি হাসপাতালগুলোতে নোংরা পরিবেশ থাকে সবসময়।

আমরা এই অবস্থার পরিবর্তন আনতে চাই। তিনি আরও বলেন, এই পরিবর্তন আমাদের নিজেদেরকেই আনতে হবে। কারণ আমরাই নোংরা করছি। যেহেতু আমরা করছি, আমাদের মধ্যেই পরিবর্তন আনতে হবে। দোষারোপ করে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না। আমাদের জেলার প্রত্যেকটি উপজেলা হাসপাতালে এই ক্লিনিং ডে উদযাপন করা হবে। সবগুলো অফিসেই এই ক্লিনিং ডে উদযাপন করা হবে। সরকারি অফিসগুলো মানুষের আস্থায় জায়গায় ফিরিয়ে নিয়ে আসতে চাই।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক নাঈমা ইসলাম ও ভিক্টোরিয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. জহিরুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here