প্রেসনিউজ২৪ডটকমঃ জেলা সংবাদদাতা: দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক বাংলাদেশের অভ্যান্তরে সংঘবদ্ধ মানব,নারী ও শিশু পাচারকারী চক্রের সদস্য ১ জন ভারতীয় নাগরিকসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে বিজিবি।
৬ নভেম্বর আনুমানিক ১০.৩০ মিনিটের দিকে ২৯ বিজিবির অধীনস্থ রসুলপুর বিওপির একটি টহলদল গোপন সূত্রে জানতে পারে যে, আন্তর্জাতিক শুন্য রেখা হতে আনুমানিক ১৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফুলবাড়ী উপজেলার কাজীহাল ইউনিয়ন এর রসুলপুর গ্রামের মৃত জাহিরুল চৌধুরীর ছেলে মোঃ আফিত এর বসত বাড়ীতে কয়েকজন ভারতীয় নাগরিক বাংলাদেশ হতে ভারতে প্রবেশের জন্য একত্রিত হয়েছে।
উক্ত সংবাদের প্রেক্ষিতে রসুলপুর বিওপির টহলদল কর্তৃক ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাড়িটি ঘেরাও করে রাখে। পরবর্তীতে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে মৃত জাহিরুল চৌধুরীর এর বাড়ী তল্লাশী করে ৬ জন সন্দেহ জনক ব্যক্তিদের আটক করে।পরে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদে জানা জায় ভারতীয় নাগরিকনেপাল বর্মন তাদেরকে পাচারের উদ্দেশ্যে ভারতে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল।
আটককৃতরা হলেন সংঘবদ্ধ মানব,নারী ও শিশু পাচারকারী চক্রের সদস্য ভারতীয় নাগরিক সুতিশ বর্মন এর ছেলে নেপাল বর্মন ।নওগাঁ জেলার ওমর বর্মন এর মেয়ে জলি রাণী,মিঠুন চন্দ্র এর মেয়ে তনুশ্রী রাণী,মিঠুন চন্দ্র এর মেয়ে রাজশ্রী রাণী, মৃত নিতাই চন্দ্র দাস এর ছেলে শ্রী বিজন কুমার দাস,শ্রী বিজয় কুমার দাস এর স্ত্রী শ্রীমতি লিপি রাণী দাস।
এ বিষয়ে ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান বিজিবি দেশের কল্যাণে,দেশ রক্ষায় সর্বদা প্রস্তুত রয়েছে, তারই ধারাবাহিকতায় আজ সঙ্গবদ্ধ মানব পাচার চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে আগামীতে মাদক কারবারি ও মানব পাচারকারী দের গ্রেফতার অব্যাহত থাকবে।





