প্রেসনিউজ২৪ডটকমঃ তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে বরগুনার তালতলী নিদ্রার ডিসি পয়েন্ট সমুদ্র সৈকতে শেষ হলো রাস উৎসব। বুধবার সকালে সূর্যের আলো ফোটার আগেই নিদ্রা সৈকতে শতশত সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ সমবেত হতে থাকে এবং সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ও ব্রহ্ম মুহুর্তে রাস উৎসবে আসা পুণ্যার্থীরা সূর্য দেবতাকে প্রনাম জানিয়ে ও উলুধ্বনি দিয়ে সাগরে পুণ্যস্নানে নেমে পড়েন।
পুণ্যলাভের আশায় এবং পরলোকে যাওয়া স্বজনদের আত্মার শান্তি কামনায় সাগর পাড়ে প্রার্থনা করেন সনাতন ধর্মালম্বীরা। পুণ্যার্থীরা ব্রহ্ম মুহুর্তে এবং সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মোম ও আগরবাতি জ্বালিয়ে অর্ঘ্যদান করেন গঙ্গাদেবীকে। পরে ধর্মীয় বিভিন্ন আচার-অনুষ্ঠানের মাধ্যমে তালতলীর নিদ্রার ডিসি পয়েন্ট সমুদ্র সৈকতে শেষ হয় রাস উৎসব। এবারের রাস উৎসবে প্রায় শতশত পুণ্যার্থী, দর্শনার্থী ও পর্যটক এসেছিলেন এই সমুদ্র সৈকতে। রাস উৎসবকে ঘিরে পুণ্যার্থী ও পর্যটকদের উপস্থিতিতে দীর্ঘ সৈকত মুখর হয়ে ওঠে।
এ ছাড়া রাস মেলায় ধর্মীয় অনুষ্ঠান, আলোচনা সভাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল পুণ্যার্থী ও পর্যটকদের জন্য। তালতলীর এ ডিসি পয়েন্ট সমুদ্র সৈকতে রাস উৎসব এখন সর্বজনীন লোকোৎসবে পরিণত হয়েছে। সনাতন ধর্মাবলম্বীসহ অন্য ধর্মাবলম্বীরাও এ উৎসব উপভোগ করতে আসেন। এর আগে রাস উৎসবকে ঘিরে মঙ্গলবার রাতে সৈকতের পারে শ্রীশ্রী রাধাগোবিন্দ ছবি স্থাপন, কির্তন, ধর্মীয় আলোচনার মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।
রাস উৎসব কমিটির সভাপতি রতন বিশ্বাস বলেন, এবার শতশত নারী-পুরুষ নিদ্রা সৈকতে পুণ্যস্নানে অংশ গ্রহন করতে এসেছেন। স্থানীয় প্রশাসন ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-সহ সবার সহযোগিতায় এবারের উৎসব সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।





