না’গঞ্জে যৌথ অভিযানে চাঁনমারি এলাকার ১৬ মাদকসেবী গ্রেফতার

0
না’গঞ্জে যৌথ অভিযানে চাঁনমারি এলাকার ১৬ মাদকসেবী গ্রেফতার

প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব প্রতিনিধি :নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার চাঁনমারি এলাকায় জেলা পুলিশ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ১৬ জন মাদকসেবীকে গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. জসিম উদ্দিনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদীর নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ, ফতুল্লা থানা পুলিশ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা আটক ব্যক্তিদের গাঁজা রাখা ও সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করেন।

গ্রেফতার ও সাজাপ্রাপ্তরা হলেন: আসিফ (২২), তারা মিয়া (৩৫), মোক্তার হোসেন (৪২), মো. বাচ্চু (৫৫), মো. জসিম উদ্দিন (৪০), মামুন, মো. কাওসার (৩৭), মুনসুর (৫৫), মো. রতন (৩৭), মো. জামাল (৩৮), মো. শিপন (৩৮), আল-আমিন (৩৭), মো. জুয়েল (৪০), মো. রাজীব (৪০), মো. আকাশ মিয়া (২৪) এবং মিজানুর রহমান (৩৩)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here