না’গঞ্জে “সামাজিক অবক্ষয় রোধ ও করণীয়” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
না’গঞ্জে “সামাজিক অবক্ষয় রোধ ও করণীয়” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রেসনিউজ২৪ডটকমঃ এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : আজ ২৮ অক্টোবর ২০২৫ খ্রি. (মঙ্গলবার) বিকেল ০৪.১৫ ঘটিকায় ফতুল্লা থানার ধর্মগঞ্জে ১৯৭০ সালে প্রতিষ্ঠিত সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান “জাগরণী ক্রীড়া চক্র” এর আয়োজনে “সামাজিক অবক্ষয় রোধ ও করণীয়” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ অতিরিক পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) তারেক আল মেহেদী, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাসিনুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল, নারায়ণগঞ্জ । এস.এম শহীদুল ইসলাম সভাপতি, জাগরণী ক্রীড়া চক্র; মোঃ শওকত আলী খান জুময়া, সাধারণ সম্পাদক জাগরণী ক্রীড়া চক্রসহ বিভিন্ন মসজিদ-মাদ্রাসা কমিটির সদস্যবৃন্দ, স্কুল-কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ, পঞ্চায়েত কমিটির সদস্যবৃন্দসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় দূরীকরণে বিস্তারিত আলোচনা করা হয়। নতুন করে বিট পুলিশিং এবং কমিউনিটি পুলিশিং কমিটি গঠনের মাধ্যমে সামাজিক আন্দোলন গড়ে তুলে মাদক, কিশোর গ্যাং, চুরি, ছিনতাই দমন করা হবে বলে প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) তারেক আল মেহেদী আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরো বলেন, “পুলিশের নিয়মিত অভিযানের পাশাপাশি চিহ্নিত মাদক স্পটগুলোতে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হচ্ছে। আপনাদের দেয়া তথ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফতুল্লা থানার মাদক কারবারিদের আইনের আওতায় আনা হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here