প্রেসনিউজ২৪ডটকমঃ মোহাম্মদ সাইফুল আলম, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার(২৩ অক্টোবর)ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম গফরগাঁও উপজেলার বিভিন্ন দপ্তর ও উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেছেন। এ সময় তিনি সরকারি দপ্তরসমূহের কার্যক্রম পর্যবেক্ষণ, নথিপত্র পর্যালোচনা এবং কর্মকর্তাদের কার্যক্রমের মানোন্নয়নে দিকনির্দেশনা প্রদান করেন।
দিনব্যাপী পরিদর্শনকালে জেলা প্রশাসক গফরগাঁও থানা, ভারইল-গন্ডগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভারইল কমিউনিটি ক্লিনিক, উপজেলা ভূমি অফিস এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি উপজেলা ভূমি অফিসের পুরাতন রাজকাচারির সংস্কার কাজ, উপজেলা পরিষদ প্রাঙ্গণের দুটি অভ্যন্তরীণ রাস্তা, এবং উপজেলা পরিষদের ঐতিহ্যবাহী পুকুরঘাটের টাইলসকরণ ও বেঞ্চ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।
জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, সরকারি দপ্তরগুলোর সেবার মান বৃদ্ধি এবং জনগণের কাছে তা আরও সহজলভ্য করাই আমাদের মূল লক্ষ্য। নিয়মিত পরিদর্শনের মাধ্যমে সেবার মান নিশ্চিত করা এবং উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি তদারক করা হচ্ছে।তিনি আরও বলেন, জনস্বার্থই প্রশাসনের কেন্দ্রবিন্দু। উন্নয়ন প্রকল্পগুলোর সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে সবসময় সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূরে আলো সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক প্রমুখ।
জেলা প্রশাসকের এই পরিদর্শনের মাধ্যমে উপজেলার বিভিন্ন দপ্তরের কার্যক্রমে আরও গতি সঞ্চার হবে এবং চলমান উন্নয়নকাজগুলো দ্রুত সম্পন্ন হবে, এমনটাই প্রত্যাশা গফরগাঁওবাসীর





