মহেশপুরে চালকের গলা কেটে ব্যাটারিচালিত ভ্যান ছিনতাই

0
মহেশপুরে চালকের গলা কেটে ব্যাটারিচালিত ভ্যান ছিনতাই

প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃঝিনাইদহের মহেশপুরে যাত্রী সেজে জাহিদুর রহমান নামের এক যুবকের গলা কেটে ব্যাটারি চালিত ভ্যানে নিয়ে গেছে ছিনতাইকারীরা । গুরুতর আহত যুবককে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের পুরন্দরপুর এলাকায় ঘটনাটি ঘটে।

আহত জাহিদুর রহমান পুরন্দরপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়,জাহিদুর রহান তার ব্যাটারিচালিত ভ্যান নিয়ে যাত্রী পরিবহন করছিলেন। সন্ধ্যা হতেই কয়েকজন যাত্রী সেজে তার ভ্যানে ওঠে। খালিশপুর থেকে জয়দিয়া-নারায়নপুর সড়কের গোবিন্দপুর নির্জন এলাকায় পৌঁছালে তারা জাহিদুরের গলায় ছুরি চালিয়ে গুরুতর আহত করে ভ্যানটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

স্থানীয় পথচারীরা জাহিদুরের চিৎকার শুনে তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে সে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)নজরুল ইসলাম বলেন,ছিনতাইতারীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here