প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ ঝিনাইদহের মহেশপুরের বাঘাডাঙ্গা ও কুমিল্লাপাড়া সীমান্ত দিয়ে চোরাইপথে ভারতে যাওয়ার সময় মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা নারী-পুরুষ ও শিশুসহ ১৫ জনকে আটক করেছে।
বিজিবি সুত্রে জানাগেছে, রোববার রাতে মহেশপুরের বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে চোরাই পথে ভারতে যাওয়ার সময় সীমান্ত এলাকার একটি বাঁশবাগানের ভিতর থেকে বাঘাডাঙ্গা বিজিবি ক্যাম্পের সদস্যরা নারী-পুরুষ ও শিশুসহ ৬৯ জনকে আটক করে। এর মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী ও ২টি শিশু রয়েছে।
অপর দিকে একই সময় কুমিল্লাপাড়ার সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে ভারতে যাওয়ার সময় সীমান্ত বর্তী রাস্তা থেকে কুমিল্লাপাড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা নারী-পুরুষ ও শিশুসহ ৯ জনকে আটক করেছে। এর মধ্যে ৩ জন পুরুষ, ৪ জন নারী ও ২ টি শিশু রয়েছে।
আটক কৃতদের বাড়ী মুন্সিগঞ্জ, মাগুড়া, ঝিনাইদহ, নড়াইল ও খুলনা জেলার বিভিন্ন উপজেলায়। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, আটক কৃতদেরকে মহেশপুর থানায় সোপর্দ্দ করা হয়েছে।





