সুনামগঞ্জের সুরমা ইউনিয়নে হেযবুত তওহীদের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

0
সুনামগঞ্জের সুরমা ইউনিয়নে হেযবুত তওহীদের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

প্রেসনিউজ২৪ডটকমঃ সুনামগঞ্জ প্রতিনিধি: বাঁচলে কৃষক বাঁচবে দেশ,গড়বো মোরা সোনার দেশ এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জে হেযবুত তওদীদের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শতাধিক কৃষক কৃষানী অংশগ্রহন করেন।

সুনামগঞ্জ জেলা হেযবুত তওহীদের সভাপতি মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে ও সাধারন মোঃ ইসমাইল হোসেনের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন কৃষক মোঃ সুরুজ মিয়া,আব্দুল মালেক,মুসলিম উদ্দিন,নুরুল হক,মোবারক ও সোহেল মিয়া প্রমুখ। সভাপতির বক্তব্যে সুনামগঞ্জ জেলা হেযবুত তওহীদের সভাপতি মোঃ জাকির হোসেন বলেন,তওহীদভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা হলো আল্লাহর হুকুম ভিত্তিক রাষ্ট্র,যার দিক নির্দেশনা দিয়েছেন স্বয়ং স্রষ্টা।

যে ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে কৃষক তার পণ্যের ন্যায্যমূল্যে পাবে,অর্গানিক পদ্ধতিতে কৃষি ব্যবস্থার পূণঃ প্রতিষ্ঠা করা হবে। কৃষককে বিনাসুদে কৃষি উৎপাদনে সহযোগিতা করা হবে। সকল প্রকার সিন্ডিকেট ভেঙ্গে বাজার ব্যবস্থা গড়ে তোলা হবে বলে তিনি মনে করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here