বন্দরে জেলা পুলিশ সুপারের বহরে গাড়িতে বাসের ধাক্কা, ৩ কনস্টেবল আহত

0
বন্দরে জেলা পুলিশ সুপারের বহরে গাড়িতে বাসের ধাক্কা, ৩ কনস্টেবল আহত

প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জের বন্দরে জেলা পুলিশ সুপারের বহরে থাকা একটি পুলিশ ভ্যানে বাসের ধাক্কায় অন্তত ৩ জন সদস্য আহত হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর বন্দর অংশে এই ঘটনা ঘটে বলে জানান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী।আহতরা হলেন: পুলিশ কনস্টেবল জহির (২৯), রাজিব (২৭) ও সামসুদ্দোহা (২৪)।

তারা বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। ওসি লিয়াকত বলেন, ঘটনাস্থল থেকেই বোরাক পরিবহনের বাসটির চালক আব্বাস আলীকে আটক করে পুলিশ। জব্দ করা হয় বাসটিও। ৩২ বছর বয়সী বাসচালক আব্বাস বন্দর উপজেলার মুছাপুরের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন সকালে তৃতীয় শীতলক্ষ্যা সেতু পরিদর্শনের জন্য নামেন।

এ সময় এসপির নিরাপত্তার জন্য থাকা একটি পুলিশ ভ্যানে ধাক্কা দেয় মুন্সিগঞ্জের মোক্তারপুরমুখী বোরাক পরিবহনের বাসটি। এতে পুলিশ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিন কনস্টেবল আহত হন। বন্দর থানার ওসি লিয়াকত আলী বলেন, “বাসটি বেপরোয়া গতিতে ছিল। এ কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here