প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিভিন্ন সীমান্তে মাদক বিরোধী অভিযান চালিয়ে মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা ৩ হাজার ৯৯৫পিচ ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট ও ১০০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে।বিজিবি সুত্রে জানাগেছে, বৃহস্পতিবার ভোর রাতে মহেশপুরের যাদবপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৫১২ পিচ ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করে।
একই সময় নিমতলি বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৯ বোতল ভারতীয় ফেনসিডিল ও ২৪০ পিচ ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করে।এদিকে রাজাপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭১ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৫২০ পিচ ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করে। সকালে কুশুমপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩৯৬ পিচ ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করে।
একই সময় শ্যামকুড় বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪৭০ পিচ ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করে।ভোররাতে মাঠিলা বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ধান ক্ষেত ও কলাবাগানের ভিতর থেকে ৭৫৭ পিচ ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করে।
একই সময় খোশালপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ধান ক্ষেতের ভিতর থেকে ১০০ পিচ ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করে।মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান মাদক দব্য উদ্ধারের ঘটনায় মহেশপুর থানায় পৃথক ভাবে মামলা হয়েছে।





