প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব সংবাদদাতা:চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রবিউল হক। গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম মোহাম্মদ রবিউল হকের হাতে সন্মাননা স্মারক তুলে দেন।
তিনি এই স্বীকৃতি পেয়েছেন মতলব উত্তর থানার আইনশৃঙ্খলা রক্ষা, সর্বোচ্চ মাদক উদ্ধার, সর্বোচ্চ মাদক মামলা দায়ের, সর্বোচ্চ গ্রেফতারি পরোয়ানা তামিল এবং অন্যান্য মামলার দ্রুত নিষ্পত্তিতে বিশেষ ভূমিকা রাখার জন্য।এ সময় জেলার উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ রবিউল হক সাংবাদিকদের বলেন, মতলব উত্তর থানার আইনশৃঙ্খলা রক্ষায় সাধারণ মানুষসহ সকল শ্রেণীর মানুষ আমাদের সহযোগিতা করেছে। আমি মাদক নির্মূল এবং সামাজিক অপরাধ প্রতিরোধে এই ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।
উল্লেখ্য, মতলব উত্তর উপজেলার বৃহৎ জনসংখ্যা এবং ব্যবসায়িক ও কৃষিপ্রধান এলাকা হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ প্রতিরোধে এই ধরনের স্বীকৃতি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।





