না’গঞ্জকে মেট্রোরেল প্রকল্পে অন্তর্ভুক্ত করতে জোরালো দাবি জানিয়েছেন : টিপু

0
না’গঞ্জকে মেট্রোরেল প্রকল্পে অন্তর্ভুক্ত করতে জোরালো দাবি জানিয়েছেন : টিপু

প্রেসনিউজ২৪ডটকমঃ মেট্রোরেল প্রকল্পে নারায়ণগঞ্জকে যুক্ত না করার বিষয়টি খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মোঃ আবু আল ইউসুফ খান টিপু।তিনি বলেন,দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত নারায়ণগঞ্জকে আধুনিক গণপরিবহন ব্যবস্থার বাইরে রাখা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়।

রোববার (৭ সেপ্টেম্বর) জাতীয় অনলাইন নিউজ  নিউজ পোর্টাল “প্রেসনিউজ টুয়েন্টি ফোর ডটকমে” পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। আবু আল ইউসুফ খান টিপু আরও বলেন- নারায়ণগঞ্জ থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ বিভিন্ন কাজে ঢাকা যাতায়াত করে থাকে। মেট্রোরেল প্রকল্পে নারায়ণগঞ্জকে যুক্ত করলে এই অঞ্চলের মানুষের জীবনযাত্রা অনেক সহজ হবে।

একইসাথে এটি নারায়ণগঞ্জ সহ দেশের অর্থনৈতিক উন্নয়নেও বড় ভূমিকা রাখবে। নারায়ণগঞ্জকে এই প্রকল্প থেকে বাদ দেওয়া হলে এখানকার মানুষের প্রতি অবিচার করা হবে। তাই আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, মেট্রোরেল প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জকে অন্তর্ভুক্ত করতে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক। আমরা আশা করি, সরকার জনগণের এই যৌক্তিক দাবি গুরুত্ব সহকারে বিবেচনা করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here