সাতক্ষীরা সদর উপজেলায় নারায়ণ চন্দ্র মন্ডলের বিদায়ী সংবর্ধনা

0
সাতক্ষীরা সদর উপজেলায় নারায়ণ চন্দ্র মন্ডলের বিদায়ী সংবর্ধনা

প্রেসনিউজ২৪ডটকমঃ মোঃ হাফিজুল ইসলাম , সাতক্ষীরা :সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডলের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলা ডিজিটাল কর্ণারে সদর উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে এ অনুষ্ঠান হয়।

সংগঠনের সভাপতি ও সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহিনুল ইসলামের সঞ্চালনায় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন নবাগত সাতক্ষীরা সদর সহকারী কমিশনার (ভূমি) বদরুদ্দোজা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মনির হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মো. শরিফুল ইসলাম, জেলা মহিলা অধিদপ্তরের সিনিয়র প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার লাবনী সরকার, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন প্রমুখ।

এ সময় নবাগত সহকারী কমিশনার (ভূমি) বদরুদ্দোজাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়। এছাড়া অবসরপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডলকে ফুল ও ক্রেস্ট প্রদান করে সংবর্ধিত করে সদর উপজেলা অফিসার্স ক্লাব। অনুষ্ঠানে সদর উপজেলা অফিসার্স ক্লাবের সদস্য ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here