সাংবাদিক মাসুদ আলীর সহধর্মিণীর মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের শোক

0
সাংবাদিক মাসুদ আলীর সহধর্মিণীর মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের শোক

প্রেসনিউজ২৪ডটকমঃ মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা: জাতীয় দৈনিক একুশের সাতক্ষীরা জেলা প্রতিনিধি মাসুদ আলীর সহধর্মিণী নিলুফা ইয়াসমিনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন নিলুফা ইয়াসমিন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক কন্যা সন্তানের জননী ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদ গভীর শোক প্রকাশ করেছে। সংগঠনের সভাপতি দৈনিক জাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক দৈনিক জবাবদিহি শাহজাহান আলী মিটন সহ সকল নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সংগঠন মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং পরিবারের প্রতি ধৈর্য ও সাহসের প্রার্থনা করেছেন। এছাড়াও সাতক্ষীরা জেলা সাংবাদিক, সহকর্মী, বন্ধু ও শুভানুধ্যায়ীরা নিলুফা ইয়াসমিনের স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন। সাংবাদিক মহল তার অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত।

দীর্ঘদিন রোগভোগের পর শান্তিতে প্রয়াত হওয়া নিলুফা ইয়াসমিনের বিদেহী আত্মার শান্তি ও জান্নাতের উচ্চতম মর্যাদা কামনা করা হয়েছে। তার অমূল্য অবদান ও সহমর্মিতা সাংবাদিক সমাজে চিরস্মরণীয় হয়ে থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here