নাঃগঞ্জ বারের নব নির্বাচিত সভাপতি-সাধারন সম্পাদকে ফুলেল শুভেচ্ছা

0
নাঃগঞ্জ বারের নব নির্বাচিত সভাপতি-সাঃসম্পাদক ও অতিরিক্ত পিপিকে চূড়ান্ত আইন পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা

প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত সভাপতি সরকার হুমায়ূন কবির, সাঃসম্পাদক আনোয়ার প্রধান এবং অতিরিক্ত পিপি আবুল কালাম আজাদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে চূড়ান্ত আইন পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা। মেঃ ফরহাদ হোসেন (আইটিপি) ও মোঃ জাহিদ হোসেন (এলএল.বি) এর নেতৃত্বে মঙ্গলবার বিকেলে অন্যান্য শিক্ষার্থীরাও এসময় উপস্থিত ছিলেন।

প্রথমে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী এবং এডিশনাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ (কালাম)-কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরবর্তীতে অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদের নেতৃত্বে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির এবং সাঃ সম্পাদক আনোয়ার প্রধানকে।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সালাউদ্দিন ভূঁইয়া সবুজসহ সমিতির অন্যান্য জ্যেষ্ঠ আইনজীবীবৃন্দ।

এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ আইন কলেজের জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের আহ্বায়ক পদপ্রার্থী আসিফ আহমেদ রাফী, সদস্য সচিব পদপ্রার্থী লুৎফন নাহার লিজা, রাহুল আহমেদ রানা, মাহমুদুন নবী, তাহসিন আক্তার, মোসাঃ বিউটি আক্তার, মোসাঃ নাসরীন আক্তারসহ অন্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here