শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার

0
শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার

প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে এক অজ্ঞাত যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ি। বুধবার (২৭ আগস্ট) বিকালে নাসিকের ২৭ নং ওয়ার্ডের কুড়িপাড়া স্কুল মাঠসংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানান, বিকালে নদীর তীরে মাথাবিহীন লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর ছড়িয়ে পড়লে শত শত নারী-পুরুষ ঘটনাস্থলে ভিড় জমান। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী জানান, “দুপুরে লাশ ভেসে উঠার খবর পেয়ে নৌ পুলিশকে জানানো হয়। পরে কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির ওসি ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here