মহেশপুরে ২৮০০ কৃষকের মাঝে সরকারের দেওয়া বিনামুল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ

0
মহেশপুরে ২৮০০ কৃষকের মাঝে সরকারের দেওয়া বিনামুল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ

প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর(ঝিনাইদহ)সংবাদদাতাঃ ঝিনাইদহের মহেশপুরে ২০২৫-২০২৬ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিপ-২ মৌসুমে মাসকলাই ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এলাকার ২৮০০ কৃষকের মাঝে সরকারের দেওয়া বিনামুল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে মহেশপুর উপজেলা কৃষি অফিস চত্তরে উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষকের মাঝে সরকারের দেওয়া বিনামুল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার।

সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা  বাহাউল ইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা আনিচুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমাম হোসেন জ্যোতি, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সমর কুমার মিত্র,ফারুকুজ্জামান প্রমুখ।

পরে মহেশপুর উপজেলার ১২ টি ইউনিয়ন ও পৌর এলাকার ২৮০০ কৃষকের মাঝে সরকারের দেওয়া বিনামুল্যে রাসায়নিক সার ডিএপি ১০ কেজি, এমওপি ৫ কেজি ও ৫ কেজি মাসকলায়ের বীজ বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here