আগামী দিনে প্রতিনিধিন্ত করবে আজকের উপস্থিত কিশোরীরা — জেলা প্রশাসক আব্দুল আওয়াল

0
আগামী দিনে প্রতিনিধিন্ত করবে আজকের উপস্থিত কিশোরীরা — জেলা প্রশাসক আব্দুল আওয়াল

প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ)সংবাদদাতাঃ ঝিনাইদহের মহেশপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) আওতাধীন ইরেসপো প্রকল্প কর্তৃক বাস্তবায়নাধীন খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ে “পল্লী উন্নয়ন কিশোরী সংঘের” সচেতনতা মূলক প্রশিক্ষণ, বিনামূল্যে প্রশিক্ষণ সামগ্রী বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকালে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহাউল ইসলামের সঞ্চালনায় খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত কিশোরী সংঘের সচেতনতা মূলক প্রশিক্ষণ, বিনামূল্যে প্রশিক্ষণ সামগ্রী বিতরণ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহের সহকারী কমিশনার তানভীর ইসলাম সাগর, অভিভাবক সদস্য ও ১ নং এসবিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফন হাসান চৌধুলী নুথান, খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোজাম্মেল হক, কিশোরী সদস্য মোছাঃ রাইসা শারমিন রাফা প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল বলেছেন বাংলাদেশের যে রুপ রেখা দিয়েছেন তার প্রতিনিধি হবে আজকের উপস্থিত কিশোরীরা। মেধা ও দক্ষতা সবার আছে কিন্তু তা চর্চা করতে হবে। সমাজ ও দেশের জন্য আগামীতে তোমাদেরকেই কাজ করতে হবে।

পল্লী উন্নয়ন কিশোরী প্রকল্পের মাধ্যমে তোমরা সঞ্চয়ে উৎসাহিত করণের লক্ষ্যে মাসিক জমাকৃত সঞ্চয়ের উপর সরকার কর্তৃক ২০০% বোনাস পাচ্ছো, নিয়মিত প্রশিক্ষণে মেডিকেল অফিসারদের মাধ্যমে বয়ঃসন্ধি সম্পর্কে কিশোরীদের সচেতন করা সহ বাল্যবিবাহ রোধ, নারী নির্যাতন, যৌতুক প্রতিরোধ, ইভটিজিং প্রতিরোধ বিষয়ে কিশোরীদের সচেতন করা হচ্ছে।

পরে উপস্থিত কিশ্রেীদের মাঝে বিনামুল্য প্রশিক্ষণ সামগ্রী স্যানেটারী নাপকিন,খাতা,কলম,ও স্কুল ব্যাগ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here