প্রেসনিউজ২৪ডটকমঃ জিয়াউর রহমান জিয়া মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ তিন সীমান্ত দিয়ে চোরাই পথে ভারত থেকে বাংলাদেশে আসার সময় ঝিনাইদহের মহেশপুরের ৫৮ বিজিবির সদস্যরা ১৭ জন নারী ও পুরুষকে আটক করেছে। আটক কৃতদের বাড়ী খুলনা,নড়াইল ও যশোর জেলায়।
বিজিবি সুত্রে জানাগেছে, বৃহস্পতিবার ভোরে মহেশপুরের বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে আসার সময় বাঘাডাঙ্গা বিজিবি ক্যাম্পের সদস্যরা বাঘাডাঙ্গা গ্রামের রাস্তা থেকে ৭ জনকে আটক করে। আটক কৃতদের মধ্যে ৩ জন পুরুষ ও ৪ জন নারী রয়েছে। একই সময় কুমিল্লাপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে আসার সময় কুমিল্লাপাড়ার বিজিবি ক্যাম্পের সদস্যরা জিনজিরাপাড়ার মাঠের মধ্যে থেকে ৬ জন পুরুষকে আটক করে।
অপর দিকে বৃহস্পতিবার সকালে খোশালপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে আসার সময় খোশালপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা খোশালপুর সীমান্তের মাঠের মধ্যে থেকে ৪ জন নারীকে আটক করে। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, মহেশপুরের ৩টি সীমান্ত এলাকা থেকে চোরাই পথে ভারত থেকে বাংলাদেশে আসার সময় ১৭ জন নারী ও পুরুষকে আটক করা হয়েছে।
আটক কৃতদেরকে মহেশপুর থানায় সোপর্দ্দ করা হয়েছে।





