প্রেসনিউজ২৪ডটকমঃ গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা সহ সাংবাদিকদের উপর নির্যাতন খুন-গুম হারানিমূলক মামলা ও সাংবাদিকদের সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে দিনাজপুরের ফুলবাড়ীতে সকল সাংবাদিকের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।।
আজ সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে মানবন্ধনে ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আল আমিন বিন আমজাদের সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী সিটি প্রেসক্লাবের সভাপতি তাজমিলুর রহমান নয়ন, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি আবু শহীদ, ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি হারুনুর রশিদ, ফুলবাড়ী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ইমাম রেজা, ফুলবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, যুগ্ম সাধারণ সম্পাদক রজব আলী, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফিজারুল ইসলাম ভুট্টু।
মানববন্ধনের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ি অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের স্থানীয় প্রতিনিধি কবির সরকার,ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আশরাফুল আলম, সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল। মানববন্ধনে বক্তারা বলেন প্রকাশ্যে সাংবাদিক হত্যা পৃথিবীর জঘন্যতম একটি হত্যাযজ্ঞ, দ্রুত আসামিদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে, সাংবাদিকরা যেন স্বাধীনভাবে কাজ করতে পারে সে বিষয়ে জোরালো পদক্ষেপ নিতে হবে।
মানববন্ধন শেষে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ইসহাক আলীর সঙ্গে সাক্ষাৎ করেন সাংবাদিক নেতৃবৃন্দ। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টি বিশেষ বিবেচনায় রেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।





