প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ)সংবাদদাতাঃ শনিবার সকালে দালাল চক্রের মাধ্যমে ঝিনাইদহের মহেশপুরের শ্যামকুড়ের জেলেপোতা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় ঢাকা দক্ষিনের আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দীনকে (৫০) এলাকাবাসী আটক করে থানা পুলিশে সোপর্দ্দ করে। এ সময় এলাকাবাসী দালাল চক্রের সদস্য রিয়াজ,ফয়েজ উদ্দীন ও মিরাজকে পুলিশ আটক করেছে।
আটক কৃত ঢাকা দক্ষিনের আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দীন সাবেক শিক্ষা মন্ত্রী দিপু মনির ভাগ্নে। তার নামে ভাটারা ও যাত্রাবাড়ী থানায় হত্যা সহ একাধীক চাদাবাজীর মামলা রয়েছে। এলাকাবাসী ও থানা সুত্রে জানাগেছে, মহেশপুরের পেপুলবাড়ীয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে দালাল রিয়াজ, একই গ্রামের ফয়েজ উদ্দীন ও মিরাজ ঢাকা দক্ষিনের আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দীনকে ৩ লাখ ৬০ হাজার টাকার বিনিময়ে ভারতে মোটর সাইকেল যোগে ভারতে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে ধরা পরে।
পরে ঢাকা দক্ষিনের আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দীন স্বীকার করে দালাররা তাকে ভারতে পাঠানোর জন্য ৩ লাখ ৬০ হাজার টাকা নিলেও তার কাছে থাকা এটিএম কার্ডটি কেড়ে নেয়। শ্যামকুড় ইউনিয়নের ইউপি সদস্য তরিকুল ইসলাম জানান, দালালরা মাঠের মধ্য দিয়ে মোটর সাইকেল যোগে ভারত সীমান্তের দিয়ে নিয়ে যাওয়ার সময় আওয়ামীলীগ নেতা মোটর সাইকেল থেকে ঝাপ দিয়ে বাঁচাও বাচাঁও বলে চিৎকার করে।
এসময় লোকজন ছুটে এসে তাদেরকে ধরে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ও বিজিবির সদস্যরা এসে ঢাকা দক্ষিনের আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দীনসহ দালাল চক্রের সদস্য পেপুলবাড়ীয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে দালাল রিয়াজ, একই গ্রামের ফয়েজ উদ্দীন ও মিরাজ আটক করে থানায় নিয়ে যায়।
মহেশপুর থানার (ওসি) তদন্ত সাজ্জাদুর রহমান জানান,ঢাকা দক্ষিনের আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দীনসহ ৩ দালালকে আটক করা হয়েছে।





