মহেশপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

0
মহেশপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ)সংবাদদাতাঃঝিনাইদহের মহেশপুরে গলায় ফাঁস দিয়ে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে তার পরিবার। রোববার (৩ আগষ্ট) ভোররাতে মহেশপুর উপজেলার কাজিরবেড় ইউনিয়নের কাজিরবের গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত সিমা খাতুন (২২) ওই গ্রামের আসাদুল ইসলামের মেয়ে। পরিবারিক সুত্রে জানাযায়, দুই বছর আগে সিমার বিয়ে হয় একই উপজেলার দারিয়ারপুর
গ্রামের মামুনের সঙ্গে।

এক বছর আগে জীবিকার তাগিদে মামুন পাড়ি জমান সৌদি আরবে। প্রায় ২০ দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন সিমা।নিহতের বাবা আশাদুল ইসলাম জানান, শনিবার রাতে স্বাভাবিকভাবেই খাবার শেষে ঘুমাতে যান সিমা। কিন্তু সকালে ঘুম থেকে না ওঠায় সিমার মা সহিদা খাতুন ডাকাডাকি করেন। কোন সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকলে তাকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখা যায়।

খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।সাদিয়া খাতুন (সিমার মা) বলেন, সিমা খুব সকালে ঘুম থেকে ওঠে,আজ উঠতে দেরি হওয়াতে তাকে ডাকাডাকি করি। কিন্তু কোন সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে দেখি সিমার লাশ ঝুলছে। কাঁদতে কাঁদতে বারবার মুর্ছা যাছে সাদিয়া খাতুন। তিনি আরও বলেন কি কারণে সিমা আত্নহত্যার পথ বেছে নিলো মা হয়ে জানতে পারলাম না।

স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, সকালে জানতে পেয়ে সে বাড়িতে যাই। এবং মহেশপুর থানাকে অবগত করে। তবে কি কারণে সিমা আত্নহত্যঅ করে সঠিক ভাবে কেউ বলতে পারছে না।মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) ভারপ্রাপ্ত সাজ্জাদুর রহমান সাজ্জাদ বলেন, ঘটনাস্থল
থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর হয়েছে।

তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here