তালতলীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি: নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

0
তালতলীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি: নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

প্রেসনিউজ২৪ডটকমঃ তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে মালয়েশিয়া প্রবাসী নাসির পাটোয়ারীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের সদস্যরা মাটি খুড়ে ঘরের মেঝেতে ঢুকে মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সদস্যদের কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। তারা এ ঘটনা কারো কাছে প্রকাশ করলে পরিবারের সদস্যদের জীবননাশের হুমকি দিয়ে গেছেন।

শনিবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের বড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী পরিবার সুত্রে জানা গেছে, ৮-১০ জনের সশস্ত্র একটি ডাকাত দল রাত আড়াইটার দিকে ঘরের মেঝেতে মাটি খুড়ে ঢুকে প্রবাসী নাসির পাটোয়ারীর স্ত্রী মনিকা বেগম (৪২), মেয়ে নাহিদা বেগম (২৫), আদুরী আক্তার(২২), ইভা আক্তার (১৯) ও নাসির পাটোয়ারীর পিতা আনোয়ার হোসেন পাটোয়ারী তার শাশুড়িকে অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে।

পরে ঘরে থাকা নগদ ৫ লাখ ৩০ হাজার টাকা, ৭ ভরি স্বর্ণালংকার এবং ২টি মোবাইল ফোন নিয়ে যায়।এছাড়াও একই রাতে নাসির পাটোয়ারীর বড় ভাই জসীম উদ্দীনের বাড়িতেও ডাকাতরা হানা দেয়। সেখান থেকে একটি মোবাইল ফোন নিয়ে ঘরের বাহির থেকে তালা লাগিয়ে দরজা আটকে দেয়।প্রবাসী নাসির পাটোয়ারীর স্ত্রী মনিকা বেগম বলেন, ডাকাত দল আমাদের নিঃস্ব করে দিছে আমার তিন মেয়ে আমার মা ও শ্বশুরকে অস্ত্রের মুখে জিম্মি করে সব কিছু লুটে নিয়ে গেছে।

এ সময় আমাদেরকে বলে গেছেন যদি কারো কাছে প্রকাশ কর বা মামলা কর তাহলে তোমার ভাসুর জসিম পাটোয়ারী এবং তোমারমেয়েদের বাঁচিয়ে রাখবো না। তিনি আরো বলেন, ডাকাত দলের মুল হোতার নাম বলা যাবে না তাহলে আমাদেরকে আর বাঁচিয়ে রাখবে না।এই ঘটনায় বড়পাড়া গ্রামে চরম আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত ডাকাতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজালাল বলেন, নাসির উদ্দিনের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে মর্মে খবর পেয়ে সাথে সাথে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সন্দেহজনক হাসান নামের ১ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। দ্রুত এ ডাকাতির সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here