মাইলস্টোন স্কুল এন্ড কলেজে র্দূঘটনায় নিহত ও আহতের স্মরণে সুনামগঞ্জে প্রার্থনা সভা অনুষ্ঠিত

0
মাইলস্টোন স্কুল এন্ড কলেজে র্দূঘটনায় নিহত ও আহতের স্মরণে সুনামগঞ্জে প্রার্থনা সভা অনুষ্ঠিত

প্রেসনিউজ২৪ডটকমঃ ঢাকার উত্তরায় সুনামগঞ্জ প্রতিনিধি ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষন বিমান র্দূঘটনায় অনেক কোমলমুতি শিক্ষার্থী,অভিভাবক ও শিক্ষক নিহত ও আহতের ঘটনায় সুনামগঞ্জে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আয়োজনে সুনামগঞ্জ শহরের শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রতিষ্ঠাতা আহবায়ক,জেলা বিএনপির আহবায়ক কমিটির সসদ্য ও সুনামগঞ্জ-২(দিরাই ও শাল্লা) আসনে ধানের শীষের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী অশোক তালুকদারের সভাপতিত্বে ও জেলা যুবদলের সদস্য রামকৃষ্ণ তালুকদার সবুজের সঞ্চালনায় প্রার্থনা সভায় বক্তব্যে রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সুনামগঞ্জ শাখার সাবেক সদস্য মঙ্গল রায়,রাজন তালুকদার,জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা এ্যাডভোকেট দিপংঙ্কর বণিক সুজিত,জেলা কল্যাণ ফ্রন্টের সাবেক সদস্য সচিব রমাকান্ত দাস,শ্রী শ্রী কালিবাড়ি মন্দির স্কুলের শিক্ষিকা জবা রানী ঘোষ,জগন্নাথ জিউর মন্দির স্কুলের শিক্ষিকা রুমা রানী পাল,অভিভাবক পপি দেব,ইমা পাল,শায়না দেবী,রিনা দে,রুমা রানী রায়,কাকলী বণিক,ইমা পাল সুধাংশু শেখর দাস,সুমন চক্রবর্তী ও নিরঞ্জন দেবনাথ প্রমুখ।

সভাপতির বক্তব্যে সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রতিষ্ঠাতা আহবায়ক ও সুনামগঞ্জ-২(দিরাই ও শাল্লা) আসনে ধানের শীষের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী অশোক তালুকদার বলেছেন,গত ২১ জুলাই দুপুরে ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান ভূপাতিত হয়ে অনেক শিশু শিক্ষার্থী,অভিভাবক ও শিক্ষক নিহতের ঘটনায় আমরা সুনামগঞ্জবাসি খুবই মর্মাহত। এমন অনাকাংঙ্খিত ঘটনাটি মেনে নেয়া যায় না।

তিনি সঠিক নিহতের সংখ্যা জনসম্মুখে প্রকাশের পাশাপাশি নিহত ও আহতদের ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারের নিকট দাবী জানান। পরে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here