প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ ঝিনাইদহের মহেশপুরের মাঠিলার বাংলাদেশ ভারত সীমান্তের কোদলা নদী থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ) ও বাগদা থানা পুলিশ। বুধবার বিকালে ভারতীয় কুলিয়া বিএসএফ ক্যাম্পের সদস্য ও ২৪ পরগনা জেলার বাগদা থানা পুলিশ কোদলা নদী থেকে নারীর লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
এলাকাবাসী ও বিজিবি সুত্রে জানাগেছে, বুধবার দুপুরে মাঠিলার কুঞ্জের মাঠে কোদলা নদীতে ভারতের কুলিয়া গ্রামের সীমানার কাছে একটি নারীর লাশ ভাসতে দেখে স্থানীয়রা মাঠিলা বিজিবি ক্যাম্পে খবর দেন। বিষয়টি বিএসএফকে জানায় মাঠিলা বিজিবি ক্যাম্পের সদস্যরা। পরে বিকালে ভারতের ২৪ পরগনা জেলার বাগদা থানা পুলিশ ও কুলিয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা যৌথভাবে ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়। তবে মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।
ভারতের বাগদা থানার সাংবাদিক উত্তম কুমার সাহা জানান, সীমান্ত বর্তী কোদলা নদী থেকে উদ্ধার কৃত নারীর লাশটি বাগদা থানা পুলিশ বনগাঁতে ময়না তদন্তের জন্য প্রেরণ করেছে।মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল রফিকুল আলম জানান, নদীতে এক অজ্ঞাত নারীর লাশ ভেসে থাকার খবর পেয় আমরা বিএসএফকে অবহিত করি। পরে তারা লাশ উদ্ধার করে নিয়ে গেছে। তবে এখনো পর্যন্ত কেউ নারীর লাশটি দাবি করেনি।





