তালতলীতে ঋণ নয় জলবায়ু অর্থায়ন থেকে সহযোগিতার দাবিতে সাইকেল র‍্যালি

0
তালতলীতে ঋণ নয় জলবায়ু অর্থায়ন থেকে সহযোগিতার দাবিতে সাইকেল র‍্যালি

প্রেসনিউজ২৪ডটকমঃ মুঃ আঃ মোতালিব তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য ঋণ প্রকল্পটি বাতিল করে জলবায়ুর তহবিল থেকে অফৎযোগ্য হিসেবে অর্থ প্রদানের দাবিতে  বাই-সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) সকাল ১০ টার দিকে ‘গ্লোবাল ডে অব অ্যাকশন’ কর্মসূচি উপলক্ষে এ বাই-সাইকেল র‍্যালিটি তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক দিয়ে তাপবিদুৎ কেন্দ্রের সামনে গিয়ে শেষ হয়।

ওয়াটারকিপার্স বাংলাদেশ, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও তালতলী সাইকেলিং ক্লাবের আয়োজনে এ র‍্যালি অনুষ্ঠিত হয়। এসময় অর্ধ-শতাধিক শিক্ষার্থী র‍্যালিতে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের হাতে ঋণ বাতিল করে জলবায়ু তহবিল থেকে সহযোগিতার অর্থ প্রদানের দাবি সম্বলিত নানা রঙের প্ল্যাকার্ড এবং ফেস্টুন প্রদর্শন করতে দেখা যায়। র‍্যালির শুভ উদ্বোধন করেন তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র সরকার।

এসময় উপস্থিত ছিলেন  বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জসিম উদ্দীন, তালতলী চারুকলা একাডেমীর পরিচালক রফিকুল ইসলাম অন্তর, পরিবেশকর্মী ও সাংবাদিক হাইরাজ মাঝী, মো. মোস্তাফিজ, উন্নয়নকর্মী এম. মিলন, ওয়াটারকিপার্স বাংলাদেশ (তালতলী-আমতলী) সমন্বয়ক আরিফুর রহমান প্রমুখ। এসময় বক্তারা বলেন, চীন ও বরিশাল ইলেকট্রিক এর যৌথ ব্যবস্থাপনায় বরগুনার তালতলীতে অবস্থিত ৩০৭ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা ধোঁয়া বর্জ্য পায়রা নদীতে ফালানোর কারণে নদীতে ইলিশ কমে যাচ্ছে।

এছাড়াও নির্গত কালো ধোঁয়ায় টেংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্যের জীববৈচিত্র্যসহ এলাকার মানুষের কৃষি ও স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। তাই তাপবিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ করে জলবায়ু অর্থায়ন নিশ্চিত করতে হবে। ধনীদের জন্য নয়, সর্বত্র মানুষের চাহিদা, জনস্বার্থ, অধিকার ও আকাংখাকে অগ্রাধিকার দিয়ে পরিকল্পনা এবং বিনিয়োগ করতে হবে। ঋণ নয় আমরা জলবায়ু ক্ষতিপূরণ চাই।

আমরা প্রাকৃতিক দুর্যোগ, নদী ভাঙ্গন, লবণাক্ততা ও জলবায়ু উষ্ণতা থেকে বাঁচতে চাই। পৃথিবীর রক্তক্ষরণ বন্ধে গ্লোবাল সাউথ থেকে গ্লোবাল নর্থ পর্যন্ত সম্পদগুলিকে একত্রিত করে দায়িত্বশীলতার সাথে বন্টন করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here