না’গঞ্জ প্রেসক্লাব নির্বাচনে মাসুদ -পন্টি’র নেতৃত্বাধীন প্যানেল নিরঙ্কুশ জয়

0
নারায়ণগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে মাসুদ -পন্টি নেতৃত্বাধীন প্যানেল নিরঙ্কুশ জয়

প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচনে সভাপতি আবু সাউদ মাসুদ ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ প্যানেল নিরঙ্কুশ জয় পেয়েছে। শুক্রবার (২৭ জুন) প্রেসক্লাব মিলনায়তনে দুপুর ২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত অনুষ্ঠিত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।

এতে মাসুদ-পন্টি প্যানেলের ১১ প্রার্থীই বিজয়ী হন। সভাপতি পদে আবু সাউদ মাসুদ, সহ-সভাপতি পদে বিল্লাল হোসেন রবিন ও সাধারণ সম্পাদক পদে আফজাল হোসেন পন্টি নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে  আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ পদে আনিসুর রহমান জুয়েল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে লুৎফর রহমান কাকন জয় পেয়েছেন।

কার্যকরী সদস্য পদে নির্বাচিতরা হলেন, আরিফ আলম দিপু, রফিকুল ইসলাম জীবন, আব্দুস সালাম, মাহফুজুর রহমান, প্রনব কৃষ্ণ রায়। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন মাহবুবুর রহমান মাসুম-রফিকুল ইসলামের নেতৃত্বাধীন প্যানেল। এছাড়া সভাপতি পদে খন্দকার শাহ আলম এবং সহ-সভাপতি পদে অহিদুল হক খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচন পরিচালনা পর্ষদে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বাংলাদেশ ক্লথ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার সাহা, কমিশনার পদে মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদ ও সাবেক পিপি অ্যাডভোকেট নবী হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here