প্রেসনিউজ২৪ডটকমঃ জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে রফিকুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধের হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করেছে ভাতিজা। বৃহস্পতিবার (২৬জুন) দুপুরে উপজেলার নাটঘর ইউনিয়নের চরিলাম এলাকায় এ ঘটনা ঘটে। রফিকুল ইসলাম ওই এলাকার মৃত আব্দুল মোত্তালিব মিয়ার ছেলে।
এই ঘটনায় রফিকের স্ত্রী ফারজানা ইসলাম (৪০) কেও কুপিয়ে গুরুতর আহত করা হয়। আহত রফিকুল ইসলাম জানান, পুকুর এবং জায়গার টাকা নিয়ে বড় ভাই শফিকুল ইসলামের সাথে বিরোধ চলে আসছিল। এনিয়ে প্রায় সময় পারিবারিক ভাবে ঝামেলা হয়ে আসছে। বৃহস্পতিবার দুপুরে রফিকুল জমি থেকে বাড়িতে আসার পর তার স্ত্রী জানায়, ভাতিজা বায়জিদ সকাল থেকে দা হাতে নিয়ে ঘুরে হুমকি ধমকি দিচ্ছে।
এর কিছুক্ষণ পর ভাতিজা বায়জিদের হুমকি ঘর থেকে শুনে সে ও তার স্ত্রী বাইরে এসে দেখে বড় ভাই শফিকুল ইসলাম, তার স্ত্রী ও ছেলে হাতে দা-বল্লম নিয়ে দাঁড়িয়ে আছে। তারা প্রথমে তার স্ত্রীকে মারধর শুরু করে। এরপর ভাতিজা বায়জিদ দা দিয়ে রফিকুলের বাম হাতে কোপ দিলে কবজি বিচ্ছিন্ন হয়ে ছিটকে ঘরের ভেতরে গিয়ে পড়ে। পরে রক্তাক্ত অবস্থায় তার স্ত্রী ও তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠায়।
এই বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় কেউ এখনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





