মহেশপুরে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান

0
মহেশপুরে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান

প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ)সংবাদদাতাঃ  ঝিনাইদহের মহেশপুরে গুনীজন সম্মাননা, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা  হয়েছে। সোমবার সকালে জেলা পরিষদের মহেশপুর অডিটরিয়ামে মহেশপুর অফিসার্স ফোরামের  উদ্যোগে ৬ জন গুনী ব্যক্তিকে সস্মাননা, ৪০৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও ১০ জন শিক্ষার্থীকে পাঁচ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।মহেশপুর অফিসার্স ফোরামের সভাপতি আবুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির  বক্তব্য রাখেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অফিসার্স ফোরামের সহ-সভাপতি প্রফেসর ডা: আসাদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. কুতুব উদ্দিন, রেলপথ মন্ত্রণালয়ের যুগ্ন সচিব নাজমুন নাহার, স্থানীয় সরকার বিভাগের উপসচিব হাসান হাবিব তৌহিদ, ডিএফপি পুলিশ সুপার আজাদুর রহমান, এডিশনাল চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট শেখ সানাউল্লাহ বাবু, সেনাবাহিনীর মেজর ডাঃ শাহানেওয়াজ, শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক নাফিজ সাদিক জীম, মহেশপুর সরকারী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম প্রমুখ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here