প্রেসনিউজ২৪ডটকমঃ জাহাঙ্গীর হোসেনঃ নারায়ণগঞ্জ জেলার ৫টি উপজেলার ৭৪টি কোরবানির পশুর হাটে সেবা দিতে যুক্ত হয়েছে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ৭৪টি ভেটেরিনারি মেডিকেল টিমের ১৬০জন সদস্য। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশে মেডিকেল টিমগুলো কাজ শুরু করেছে।
চলবে ৬ জুন পর্যন্ত।জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবদুল মান্নান মিয়া জানা, রোগাক্রান্ত ও কোরবানির অনুপযুক্ত গবাদিপশু যাতে হাটে ক্রয়-বিক্রয় না হয় সেজন্য এ মেডিকেল টিম কাজ করছে। একই সঙ্গে ১টি বিশেষজ্ঞ ভেটেরিনারি মেডিকেল টিমও কাজ করছে।
অপরদিকে জেলার কোরবানির পশুর হাটে ভেটেরিনারি মেডিকেল টিমের কার্যক্রমসহ অন্যান্য কার্যক্রম তদারকি করবে জেলা প্রাণিসম্পদ কার্যালয়।





