প্রেসনিউজ২৪ডটকমঃ দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধি: ফুলবাড়ীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলা পরিষদ হলরুমে ‘ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এই পাটনার কংগ্রেসের অনুষ্ঠিত হয়।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাহাক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক আবু জাফর মোহাম্মদ সাদেক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পার্টনার এর সিনিয়র মনিটরিং অফিসার সঞ্জয় দেব নাথ, বিরামপুর উপজেলা কৃষি অফিসার জাহেদুল ইসলাম ইলিয়াস।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সারোয়ার হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা মাজহারুল ইসলাম কৃষি অফিসের বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন ইউনিয়নের কৃষকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলার ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা শাহানুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে আবু জাফর মোহাম্মদ সাদেক বলেন, কৃষকের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল, উত্তম কৃষি চর্চা, আধুনিক সেচ প্রযুক্তি, মানসম্মত তথ্য ব্যবস্থাপনা ও ফার্মাস সার্ভিস সেন্টার চালু করা হয়েছে। এ ধরনের কংগ্রেসে কৃষক প্রতিনিধিদের অভিজ্ঞতা বিনিময়, বাস্তবভিত্তিক প্রশিক্ষণ এবং উদ্ভাবনী চর্চার প্ল্যাটফর্ম তৈরি হয়।





