না’গঞ্জে অস্ত্র ও মাদকসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক

0
না’গঞ্জে অস্ত্র ও মাদকসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক

প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং ‘ডি কম্পানি’র ২ সদস্যকে আটক করেছে র‌্যাব। বুধবার (২৮ মে) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন। এর আগে মঙ্গলবার মধ্যরাতে ফতুল্লার মাসদাইর এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় বিক্রয়ের জন্য প্রস্তুত রাখা ১৮ কেজি গাঁজা, ১০১ পুড়িয়া হেরোইন, ৪৭৯ পিস ইয়াবা, ২টি ছুরি ও ২টি চাপাতি জব্দ করা হয়। গ্রেপ্তাররা হলেন সদর উপজেলার চরকাশীপুর এলাকার বাসিন্দা বাপ্পী (২৯) এবং পশ্চিম মাসদাইর এলাকার বাসিন্দা মো. ইমরান (৩০)। র‌্যাব কর্মকর্তা সাজ্জাদ বলেন, তারা ২ জন ফতুল্লা এলাকার সক্রিয় কিশোর গ্যাং ‘ডি কোম্পানি’র সদস্য।

গ্রেপ্তার বাপ্পীর বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলাও রয়েছে। তিনি বলেন, ‘বর্তমান সময়ে কিশোর গ্যাং, গ্যাং কালচার, উঠতি বয়সি ছেলেদের মাঝে ক্ষমতা বিস্তারকে কেন্দ্র করে এক গ্রুপের সাথে অন্য গ্রুপের মারামারি করা বহুল আলোচিত ঘটনায় পরিণত হয়েছে।সম্প্রতি কিশোর গ্যাং এর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ জন খুন হয়েছেন। এই গ্যাং কালচারের বিরুদ্ধে র‌্যাবের তৎপরতা অব্যাহত রয়েছে।

গত আগস্ট থেকে এ পর্যন্ত র‌্যাব কিশোর গ্যাং লিডারসহ মোট ১৬ জনকে গ্রেপ্তার করা করেছে। অভিযানে গ্রেপ্তার ২ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফতুল্লা থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া কিশোর অপরাধী দলের সাথে সম্পৃক্ত আরো কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের আইনের আওতায় আনতে র‌্যাব কাজ করছে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here